ডলার সংকটে আমদানী কমায় বাংলাদেশে জিডিপি’র প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ২ শতাংশ
- আপডেট সময় : ০৮:১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
- / ১৬৫৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে বিশ্বব্যাংক। ডলার সংকটে আমদানী কমায় আর বিনিয়োগের অভাবে রপ্তানী না বাড়ায় চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ৫ দশমিক ২ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংকের ঢাকা অফিসে বাংলাদেশের টেকসই প্রবৃদ্ধি নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংস্থাটি। এদিকে এশীয় উন্নয়ন ব্যাংক- এডিবি আয়োজিত সংবাদ সম্মেলনে চলতি অর্থবছরে দেশের মূল্যস্ফীতির হার বেড়ে ৮ দশমিক ৭ শতাংশ ছাড়িয়ে যাওয়ার ইঙ্গিত দেয়া হয়।
মূল্যস্ফীতি, ডলার সংকট, বিনিয়োগ মন্দা ও আমদানি নিয়ন্ত্রণের কারণে অভ্যন্তরীণ বিনিয়োগ কমছে বলে মত, আর্থিক সংস্থাগুলোর। বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি ও উন্নয়নবিষয়ক হালনাগাদ প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিশ্বব্যাংকের ঢাকা অফিস।
বিশ্বব্যাংক জানায়, মূল্যস্ফীতির চাপে ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে চলতি অর্থবছরে বাংলাদেশে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্য অর্জিত হবে না। কমবে ১ দশমিক ৫ শতাংশ। রপ্তানি বাণিজ্য টেকসই করতে একপণ্যের উপর থেকে নির্ভরতা কমিয়ে বহুমুখী করার উদ্যোগ নেয়ার পরামর্শ সংস্থাটির।
এদিকে, এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর জানান, এবছর মূল্যস্ফীতি ৮ দশমিক ৭ শতাংশ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। জ্বালানি ঘাটতি, উৎপাদন খরচ বৃদ্ধি ও অর্থনৈতিক অব্যবস্থাপনা অভ্যন্তরীণ বিনিয়োগ কমে যাওয়ার প্রধান কারণ।