ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের প্রায় ৩০ হাজার টাকার মালামাল চুরির সাথে জড়িত থাকার ঘটনায় অভিযান চালিয়ে হাসপাতালের এক কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ।
ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: রাকিবুল আলম বলেন- হ্যান্ড গ্লাভস্ ৪৯৫ পিচ, ৯৭ পিচ স্যালাইন সেট, ১৩ পিচ ক্রেপ ব্যান্ডেজ উদ্ধার করা হয়েছে। অধিকতর তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণসহ মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, কুষ্টিয়ায় দলিল জালিয়াত চক্রের সন্ধিগ্ধ দুই ব্যক্তিকে আটকসহ ৮টি জাল দলিল জব্দ করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। জাল দলিলের সাথে জড়িত চক্রের দু’জনকে আটক করা হয়েছে। তবে এই চক্রের মূলহোতা বা আরও কেউ জড়িত আছে কিনা তা জিজ্ঞাবাদ করলে পাওয়া যাবে। আটকদের বিরুদ্ধে দলিল জালিয়াতির দায়ে অভিযোগ এনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।