ঠাকুরগাঁও পৌর শহরের আশ্রমপাড়ায় মাটি খুঁড়তে গিয়ে ২৭টি পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
বিকেলে অস্ত্রগুলো উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। অস্ত্র উদ্ধারের জায়গাটি নাজির হাওলাদার নামের এক মুক্তিযোদ্ধার পুরাতন ভবন ছিল। সেটি ভেঙে নতুন করে নির্মাণের জন্য কাজ করছেন তার নাতি হানিফ। দুপুরে মাটি খোঁড়ার সময় একটি ট্রাঙ্কের ভেতরে অস্ত্রগুলো দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। পুলিশ এখন পর্যন্ত ২৭টি অস্ত্র উদ্ধার করেছে। পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন জানান, অস্ত্রগুলো পরিত্যক্ত। ধারণা করা হচ্ছে, মুক্তিযুদ্ধের সময় এগুলো ব্যবহৃত হয়েছে।