টয়োটা’র একদিনের জন্য অভ্যন্তরীণ সব উৎপাদন বন্ধ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
- / ১৫৮০ বার পড়া হয়েছে
গতকাল টয়োটা’র যন্ত্রাংশ সরবরাহকারীদের উপর সাইবার হামলার কারণে কোম্পানিটির একদিনের জন্য অভ্যন্তরীণ সব উৎপাদন বন্ধ করে দেয়া হয়েছে। উৎপাদন বন্ধ থাকায় প্রায় ১৩ হাজার গাড়ি কম তৈরি হবে প্রতিষ্ঠানটিতে।
সাইবার হামলার বিস্তারিত কারণ জানানো না হলেও টয়োটা মুখপাত্র এটাকে সিস্টেমের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন। তবে, উৎপাদন এক দিনের বেশি বন্ধ থাকবে কি না জানানো হয়নি। সুইফট আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম থেকে রাশিয়ান ব্যাঙ্কগুলোকে সরানো এবং ইউক্রেনে জরুরি সহায়তার জন্য জাপানের ১০ কোটি ডলার দেওয়ার ঘোষণার একদিন পরে এই ঘটনা ঘটে। সাইবার হামলায় রাশিয়া জড়িত কিনা তা তদন্ত করার কথা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী, ফুমিও কিশিদা।