ট্রেনে অগ্নিকাণ্ডের অভিযোগে নবীসহ গ্রেফতার ৬
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫২:৫১ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪
- / ২১৫৪ বার পড়া হয়েছে
ট্রেনে অগ্নিকান্ডের অভিযোগে যাত্রাবাড়ী থানা বিএনপির সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা।
নবীর পরিবারের সদস্যরা জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের এক বাসা থেকে সাদা পোশাকে কয়েকজন লোক তাকে আটক করে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে বিএনপি নেতা মোহাম্মদ নবী উল্লাহ নবীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনিসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়।