ট্রেনের ধীরগতির কারনে যাত্রীদের পড়তে হচ্ছে অহরহ ছিনতাই, ডাকাতির কবলে
- আপডেট সময় : ১১:৩১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
- / ১৭০৮ বার পড়া হয়েছে
ধীরগতির ট্রেন চলাচলে অপরাধের হটস্পটে পরিণত ময়মনসিংহের শম্ভুগঞ্জ থেকে কেওয়াটখালী রেলপথ। অহরহ ছিনতাই, ডাকাতির কবলে পড়ছেন যাত্রীরা। বাড়ছে আতঙ্ক।
স্বাভাবিক ভাবে অন্যান্য রেলপথের মতো মনে হলেও ক্রাইম জোন হিসেবে পরিচিত
ময়মনসিংহের শম্ভুগঞ্জ থেকে কেওয়াটখালী পর্যন্ত এলাকা। ব্রহ্মপুত্র রেল সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় এখান থেকে ট্রেন চলে ধীরগতিতে। আর সেই সুযোগে অপরাধীরা ছিনতাই-ডাকাতি করে পালিয়ে যায় খুব সহজেই। আর এতে করে আতঙ্কিত এই রুটে চলাচলকারী যাত্রীরা।
রেল লাইনের দু’পাশে ঝোপ-ঝাড় থাকায় ট্রেনের জানালা থেকে মোবাইল, ব্যাগ ছিনিয়ে নিচ্ছে সুযোগ বুঝে। চুরি হচ্ছে রেললাইনের যন্ত্রাংশ। শুধু যাত্রীরাই নয়, অপরাধীচক্রের কবলে পড়ে সর্বস্ব হরাচ্ছেন পথচারীরাও।
অপরাধ নিয়ন্ত্রণে জনবল সংকটের গদবাধা বক্তব্য রেলওয়ে পুলিশের।
ট্রেনে পর্যাপ্ত লাইটিংয়ের পাশাপাশি যাত্রী নিরাপত্তায় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান স্টেশন সুপারিন্টেন্ডেন্ট।
ময়মনসিংহ, নেত্রকোণা, মোহনগঞ্জ, জারিয়া রেল রুটে প্রতিদিন লোকাল ও আন্তঃনগর মিলে চলাচল করছে ২০টি ট্রেন।
আওলাদ রুবেল, এসএটিভি, ময়মনসিংহ।