ট্রাম্পের বিরুদ্ধে নিজের ক্ষমতার টানা অপব্যবহারের অভিযোগ
- আপডেট সময় : ০৭:১৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নিজের ক্ষমতার টানা অপব্যবহারের অভিযোগ এনেছে নির্বাচন পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা ওএসইসি। এদিকে, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফল ঘোষণার আগ পর্যন্ত উত্তেজনা বাড়ানো হবে দায়িত্বজ্ঞানহীন কাজ। আর রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচনের এ অচলাবস্থা অন্তত বিশ্বের অর্থনীতির জন্য ভালো নয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নিজের ক্ষমতার টানা অপব্যবহারের অভিযোগ এনেছে নির্বাচন পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা ওএসইসি। সংস্থাটির প্রধান মিশেল লিঙ্ক বলেন, অনিয়ম, কারচুরি ও ভোট জালিয়াতির অভিযোগ আনেন প্রতিপক্ষের বিপক্ষে। এমনকি কোনো ধরনের প্রমাণ ছাড়াই এসব অভিযোগে নির্বাচনের ফলাফল গ্রহণ না করার এবং সুপ্রিমকোর্টে গিয়ে ভোট গণনা বন্ধ করার নজিরবিহীন উদারহরণ তৈরি করেন।
অন্যদিকে স্পেন, জার্মানি ও ফ্রান্স পরিস্থিতি নিয়ে সতর্ক পর্যবেক্ষণ দিয়েছেন। মার্কিন নির্বাচন নিয়ে কথা বলেছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী, জার্মানির প্রতিরক্ষামন্ত্রী, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ব্রাজিলের প্রধানমন্ত্রী। এদিকে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফল ঘোষণার আগ পর্যন্ত উত্তেজনা বাড়ানো হবে দায়িত্বজ্ঞানহীন কাজ। দুই পক্ষকেই সংযত হতে বলেন তিনি।
যুক্তরাষ্ট্রের নির্বাচনের সর্বশেষ অবস্থা নিয়ে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রের মিত্র ও শত্রুদেশগুলো। জাপানের পত্রিকা মেইনিচি বলছে, চলমান অচলাবস্থার জন্য ট্রাম্পকে দায়ী করেছে পত্রিকাটি। শান্ত ও বুদ্ধিদীপ্ত কথা বলা এবং সুবিবেচিত অবস্থান নেয়ায় বাইডেনের প্রশংসা করেছেন অনেকে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আমেরিকার নির্বাচনী পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।তবে পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, ‘দুই দেশের সম্পর্ক নিয়ে তারা উদ্বিগ্ন নন। রাশিয়ার ক্রেমলিনের মুখপাত্র দেমিতি পেসকভ বলেন, বিশ্বের একনম্বর অর্থনীতির দেশের নির্বাচনের এ অচলাবস্থা অন্তত বিশ্বের অর্থনীতির জন্য ভালো নয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খোমেনি বিদ্রূপ করে বলেছেন, ‘কেউ একজন বলছেন এটি মার্কিন ইতিহাসের সবচেয়ে প্রতারণাপূর্ণ নির্বাচন।