টোকিও অলিম্পিক স্থগিতের দাবি জানিয়েছে যুক্তরাজ্য
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৯:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
টোকিও অলিম্পিক নিয়ে শঙ্কা কাটছে না । এরইমধ্য অলিম্পিক স্থগিতের দাবি জানিয়েছে যুক্তরাজ্য।
জাপানে অলিম্পিক মানেই ঘটনার ঘনঘটা। টোকিওতে অনুষ্ঠিতব্য বিগেস্ট শো অন আর্থ কি মিসিং অলিম্পিকসের শর্ট লিস্টে নাম লেখাবে নাকি বাধার আধার পেরিয়ে দেখবে নতুন দিনের সূর্যালোক তার উত্তর মেলাতে সময়ের অপেক্ষা। এদিকে টোকিওর পাশে ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন যথা সময়ে ইভেন্ট আয়োজনে অস্ট্রেলিয়ার সমর্থনও স্বাগতিকদের পক্ষে। তবে তাতে স্বস্তির সুযোগ নেই। করোনার ইস্যূতে অলিম্পিক স্থগিতের দাবি জানিয়েছে যুক্তরাজ্য। ইউকে অ্যাথলেটিকসের নতুন প্রধান নিক কাওয়ার্ড টোকিও অলিম্পিক স্থগিতের পক্ষে অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে সামনে এনেছেন অ্যাথলিটদের স্বাস্থ্য ঝুকির ইস্যুকে।