টেস্ট সিরিজকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ ও শ্রীলংকা ক্রিকেট দল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে অনুশীলন করেছে বাংলাদেশ ও শ্রীলংকা ক্রিকেট দল। চট্টগ্রামে নিজেদের ঝালিয়ে নেয় লাল-সবুজরা, আর মিরপুরে প্রস্তুতি সেরেছে লঙ্কানরা।
চট্টগ্রামে বৃষ্টির বাধায় পড়লেও প্রথম দিনের প্রস্তুতি সারে বাংলাদেশ দল। তিন বিভাগেই ঝালিয়ে নেন ক্রিকেটাররা। ব্যাটিংয়ে লম্বা সময় ঘাম ঝরিয়েছেন তামিম ইকবাল। সাদা পোষাকে বিবর্ণ হলেও এবার লঙ্কানদের বিপক্ষে ইতিহাস বদলাতে চায় বাংলাদেশ। এদিকে, টেস্ট সিরিজে বাংলাদেশকে হালকাভাবে দেখছে না শ্রীলঙ্কা। বাংলাদেশকে হারাতে হলে নিজেদের সেরাটা দেয়ার তাগিদ দিয়েছেন লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। আগামীকাল বিকেএসপিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বিসিবি একাদশ।