টেস্ট অধিনায়কের পদ ছেড়েছেন বিরাট কোহলি

- আপডেট সময় : ০৮:৩৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
টুইটারে এক পোস্টে ঘোষণা দিয়ে ভারতের টেস্ট অধিনায়কের পদ ছেড়েছেন বিরাট কোহলি। যিনি ছিলেন সাদা পোশাকে ভারতের সবচেয়ে সফল অধিনায়ক। ৬০ ম্যাচের অধিয়নাকের ক্যারিয়ারে ভারতকে জিয়েছে ৪০ ম্যাচে। রঙ্গীন পোশাকের নেতৃত্বে তিনি ছিলেন উজ্জ্বল।
বিরাট কোহলি! তখনও অদম্য এক তরুন। রান মেশিন, মাস্টারক্লাস যে কোন উপাধিই যেন মলিন তার কাছে।
২০১৪ সাল অস্ট্রেলিয়া সিরিজে হঠাৎ টেস্ট ক্রিকেট থেকে নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অবসর। তখন ভারত দলের দায়িত্ব পান বিরাট কোহলি। ব্যাস এরপর থেকে আর পেছনে তাকাতে হয়নি এই রান মেশিনকে।
ভারত তো বটেই ক্রিকেট বিশ্বে ক্যাপটেইন হিসেবে কতটা সফল ছিলেন বিরাট কোহলি তা পরিসংখ্যানে চোখ রাখলেই বোঝা যায়। ক্রিকেটের বনেদি ফরম্যাটে ৬৮ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন কিং কোহলি। ১৭ হারের বিপরীতে ৪০ জয়ে উজ্জল বিরাট। ব্যাট হাতেও নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। ৬৮টি টেস্টে রান করেছেন ৫৮৬৪। ২০ শতক আর ১৮ অর্ধশতকে আরও পরিণত এই রান মেশিন।
ওয়ানডে ও টি-টুয়েন্টির নেতৃত্বেও বর্ণিল বিরাট কোহলি। দুই ফরম্যাটে ৬৫ শতাংশের বেশি ম্যাচ জিতিয়ে ভারতকে নিয়ে গেছেন সাফল্যের চূড়ায়।
অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠা সবই ভারত পেয়েছে এক বিরাট কোহলির নেতৃত্বে। যা ভারতের সবচেয়ে সফল অধিয়নায়কের তকমা দিয়েছে কোহলিকে।
অথচ সেই কোহলি-ই কিনা ব্যর্থতায় দায়ে টেস্টের অধিনায়কত্ব ছেড়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ হারের একদিন পরই এই সিদ্ধান্ত নেন বিরাট।
এর আগে গেল বছর টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন কোহলি। আর দক্ষিণ আফ্রিকা সফরের আগে ওয়ানডে ক্রিকেটের অধিনায়কের পদ থেকে কোহলিকে সরিয়ে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড।