টেস্টের প্রথম দিন শেষে ভালো অবস্থানে শ্রীলংকা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪০:১৬ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
- / ১৫০৪ বার পড়া হয়েছে
দিমুথ করুণারত্নের সেঞ্চুরিতে গল টেস্টের প্রথম দিন শেষে ভালো অবস্থানে শ্রীলংকা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ২৬৭ রান।
দুই ওপেনারের ব্যাটে উড়ন্ত সূচনা পায় শ্রীলংকা। ১৩৯ রানের জুটি গড়েন করুণারত্নে ও পাথুম নিশানকা। ৫৬ রানে নিশানকা ফিরলে ভাঙ্গে এই জুটি। মাঝে ফার্নান্ডো ও অ্যাঞ্জেলা ম্যাথুউসকে দ্রুত আউট হলে কিছুটা চাপে পরে স্বাগতিকরা। তবে, দিনের বাকী সময়টায় আর কোন বিপদ হতে দেননি করুণারত্নে ও ধনাঞ্জয়া ডি সিলভা। ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি তুলে অপরাজিত আছেন করুণারত্নে। ৫৬ রানে সঙ্গী সিলভা। সোমবার দ্বিতীয় দিন শুরু করবেন এই দুই ব্যাটার।