টেস্টের পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজও জিতেছে দক্ষিণ আফ্রিকা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
টেস্টের পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজও জিতেছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ওয়ানডেতে কোহলিদের ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নেয় প্রোটিয়ারা।
বোল্যান্ড পার্কে ভারতের দেয়া ২৮৮ রানের টার্গেটে খেলতে নেমে ১১ বল হাতে রেখে জয় পায় দক্ষিণ আফ্রিকা। টস জিতে আগে ব্যাট করতে নামে ভারত। নির্ধারিত ওভারে ৬ উইকেটে ২৮৭ রান তোলে লুকেশ রাহুলের দল। ইনিংস সর্বোচ্চ ৮৫ রান করেন ঋষভ পান্থ। ৫৫ রান আসে অধিনায়ক লুকেশ রাহুলের উইলো থেকে। জবাবে উড়ন্ত সূচনা পায় দক্ষিণ আফ্রিকা। ১৩২ রানের উদ্বোধনী জুটি গড়েন মালান ও কুইন্টন ডি কক। ৭৮ করে ফিরলে ভাঙ্গে এই জুটি। ৯১ রানে আউট হন মালান। পরের মার্করাম আর ডুসেনের সমান অপরাজিত ৩৭ রানে জয় নিয়ে মাঠে ছাড়ে দক্ষিণ আফ্রিকা। কাল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে মুখোমুখি হবে দু’দল।