টেলিভিশনে উঁকি না দিয়ে জনগণের পাশে দাঁড়াতে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৩:০১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
টেলিভিশনে মাঝে মাঝে উঁকি না দিয়ে দু:সময়ে জনগণের পাশে দাঁড়াতে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ আহবান জানান তিনি । তথ্যমন্ত্রী আরো বলেন, করোনার কারণে দেশের অর্থনৈতিক অবস্থা এখনো স্বাভাবিক হয়নি। তারপরও মহামারির শুরু থেকে সরকার দক্ষতার সঙ্গে সব সেক্টরকে টিকিয়ে রেখেছে। এ সময় করানাকাল সাংবাদিকদের বেতন ভাতা ঠিক মতো পরিশোধ করতে গণমাধ্যম মালিকদের প্রতি আহবান জানান তিনি । পাশাপাশি বিপর্যয়কর মুহুর্ত কাছ থোক আরো দায়িত্বশীল ভুমিকা পালন করতে সাংবাদিকদের প্রতিও আহবান জানান তথ্যমন্ত্রী। অনুষ্ঠানে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম সহ সিনিয়র সাংবাদিকরা অংশ নেন।