টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা গ্রেপ্তার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৬:২২ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
- / ২১৫৩ বার পড়া হয়েছে
টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা পাভেল দুরভকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, পাভেল দুরভকে শনিবার সন্ধ্যায় প্যারিসের উত্তরে একটি বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।
আর ফরাসি মিডিয়ার খবরে বলা হয়েছে, দুরভের প্রাইভেট জেট লে বোর্গেট বিমানবন্দরে অবতরণের পর তাকে আটক করা হয়। রাশিয়া বংশোদ্ভূত ৩৯ বছর বয়সী দুরভ বার্তা আদান-প্রদানের জনপ্রিয় অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও সিইও। এই অ্যাপ সম্পর্কিত একটি অপরাধের পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ। ২০১৩ সালে টেলিগ্রাম প্রতিষ্ঠা করেন পাভেল দুরভ। ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটক এবং উইচ্যাটের পরে টেলিগ্রাম অন্যতম প্রধান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসাবে স্থান পেয়েছে।