টেকসই ভবিষ্যৎ গড়তে প্রাথমিক শিক্ষাকে ঢেলে সাজানোর আহবান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২
- / ১৬১৫ বার পড়া হয়েছে
সুশিক্ষিত জাতি গঠনে প্রাথমিক শিক্ষার বিকল্প নেই। তাই টেকসই ভবিষ্যৎ গড়তে প্রাথমিক শিক্ষাকে ঢেলে সাজানোর আহবান জানিয়েছেন বক্তারা। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বিলডগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এ কথা বলেন তারা।
সকালে বর্ণাঢ্য রেলির মাধ্যমে শুরু হয় শতবর্ষ উৎসবের আনুষ্ঠানিকতা। পরে, স্কুল প্রাঙ্গনে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসুচির উদ্বোধন করেন উদযাপন কমিটির আহবায়ক ও সাবেক কৃতী শিক্ষার্থী অধ্যাপক ডা. মোঃ রফিকুল ইসলাম। আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র ও স্থানীয় নগদা শিমলার ইউপি চেয়ারম্যান এম. হোসেন আলী। সভায় স্মৃতিচারণ করেন প্রাক্তন শিক্ষার্থীরা। দিনভর নানা আয়োজনে স্কুল এলাকা মিলনমেলায় রুপ নেয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনের সমাপনী ঘোষণা করেন উদযাপন কমিটির সদস্য সচিব ইলিয়াস হোসেন।















