টেকনো স্মার্টফোন এখন পাওয়া যাবে গ্যাজেট এন্ড গিয়ারে
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ১১:৪০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
 - / ১৭৭৮ বার পড়া হয়েছে
 
সম্প্রতি গুলশানে আইস্মার্টইউ বাংলাদেশের প্রধান কার্যালয়ে টেকনো মোবাইল এবং গ্যাজেট এন্ড গিয়ারের মধ্যে এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আইস্মার্টিউ বাংলাদেশের সিইও রেজওয়ানুল হক এবং গ্যাজেট এন্ড গিয়ারের পার্টনার ও সিইও নুরে আলম শিমু এই চুক্তিপত্রে স্বাক্ষর করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, এই চুক্তির ফলে, টেকনোর স্মার্টফোনগুলো এখন সারা দেশে সমস্ত গ্যাজেট এন্ড গিয়ার আউটলেটে পাওয়া যাবে। গ্যাজেট এন্ড গিয়ার থেকে টেকনো স্মার্টফোন কেনার সময়, গ্রাহকরা সর্বোচ্চ ১২ মাসের 0% EMI সুবিধা অথবা গ্যাজেট এন্ড গিয়ারের আকর্ষনীয় উপহার উপভোগ করতে পারবে।
																			
																		















