টি-টুয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট দেবে বাংলাদেশ

- আপডেট সময় : ০৮:০৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট দেবে বাংলাদেশ। তাতে নিজেদের সেরাটা দেয়ার বিকল্প দেখছেন না মুশফিকুর রহিম। দেশ ও দেশের বাইরে শেষ তিন সিরিজ জয়ে, বিশ্বকাপে আত্মবিশ্বাস বাড়াবে বলেও মনে করেন তিনি।
টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য দেশ ছাড়ার আগে শেষ কোন আনুষ্ঠানিক প্রোগ্রামে হাজির মুশফিকুর রহিম। উপলক্ষ্য বাংলাদেশে তৈরি প্রথম লিজেন্ডারি ক্রিকেট অ্যাপ ‘হাউজ্যাট মুশি দ্যা ডিপেন্ডেবল এর উদ্বোধন।এসময় আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনার কথা জানান মুশফিকুর রহিম।বরাবরের মতো এবারও বড় আশা নিয়ে বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ। দেশ ও দেশের বাইরে শেষ তিন সিরিজ আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করেন মুশফিক।
কাঙ্কিত লক্ষ্যে যেতে আগেই বাছাই পর্ব উতরাতে হবে সাকিব-মুশফিকদের। যেখানে বাংলাদেশের বাধা স্কটল্যান্ড, স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনি। তুলনা মুলক দুর্বল এসব প্রতিপক্ষ কে হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ।