টি-টুয়েন্টি বিশ্বকাপে এবার নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে ক্রিকেট বিশ্ব

- আপডেট সময় : ০৯:৪৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
- / ১৫০০ বার পড়া হয়েছে
টি-টুয়েন্টি বিশ্বকাপে এবার নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে ক্রিকেট বিশ্ব। নিউজিল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া টি-টুয়েন্টিতে আগে কেউই পায়নি শিরোপার স্বাদ। দু’দলকেই কঠিন পরীক্ষা দিতে হয়েছে ফাইনাল নিশ্চিত করতে। কতটা কঠিন ছিল দু’দলের ফাইনালে আসার যাত্রা তাই থাকছে এবারের প্রতিবেদনে।
সোনা পুড়তে পুড়তে খাটি হয় এই কথাটা স্বর্ণের ক্ষেত্রে যতটা প্রযোজ্য তার চেয়েও বেশি অপরিহার্য এখন নিউজিল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার ক্ষেত্রে। কেননা বিশ্বকাপের আগে যে দুই দলকে বুড়ি গঙ্গায় ডুবিয়ে ছিলো বাংলাদেশ, সেই নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া এখন বিশ্বসেরা হওয়ার অপেক্ষায়। অপেক্ষায় শিরোপা উচিয়ে ধরার। ঠিক যেন ঝড়ের আগে থমকে যাওয়া আকাশ।
তাহলে কি বাংলাদেশের কাছে হেরেই ভাগ্য খুলেছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের?
যাই হোক, কথায় আছে শেষ ভালো যার, সব ভালো তার। ম্যাথু ওয়েড ও স্টয়নিসের এ হাসিই বলে দেয় পথ যত কঠিনই হোক না কেন? হাল ছেড়ো না। বিপদে কঠোর পরিশ্রমের ফলেই মেলে কাঙ্ক্ষিত সাফল্য।দুবাই দ্বিতীয় সেমিফাইনালের শুরু থেকে আধিপত্য থাকলেও হাল না ছেড়ে চাপমুক্ত থেকে দ্বিতীয়বারের মত ফাইনালের মঞ্চে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া।
সুপার টুয়েলভে দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারিয়ে শুরু। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে অ্যারন ফিঞ্চদের জয়৭ উইকেটে। তৃতীয় ম্যাচে এসে হোঁচট খায় অস্ট্রেলিয়া। চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হার।
তবে, তাতে মনোবল ভাঙেনি বাংলাদেশকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে আবারও জয়ে ফেরা। এরপর একই ব্যবধানে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়েছে দিয়েছে অস্ট্রেলিয়া। আর পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালটাতো সবারই জানা।
বিশ্ব ক্রিকেটে গেলো তিন বছরে নিউজিল্যান্ড কতটা অপ্রতিরোধ্য সেটা পারফরমেন্সে চোখ রাখলেই বোঝা যায়। ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে স্বপ্নভঙ্গের পর, টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা উৎসব। আরএ বছরই তৃতীয়বারের মতো কোনো আসরের ফাইনালে পা রাখলো নিউজিল্যান্ড।
যদিও বিশ্বকাপের সুপার টুয়েলভে উইলিয়ামসনদের শুরুটা হয়েছিল হার দিয়ে। পাকিস্তানের কাছে ৫ উইকেটে হারে কিউই শিবির। তবে, ছন্দে ফিরতে সময় লাগেনি, ভারতকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে জয়ে ফেরে তারা। পরের তিন ম্যাচে নিউজিল্যান্ডের শিকার স্কটল্যান্ড, নামিবিয়া ও আফগানিস্তান। আর সেমিতে ইংল্যান্ডকে ৫ উইকেটে উড়িয়ে প্রথমবারের মতো টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড।
ষোল দল আর ৪৪ ম্যাচে শেষে এখন আসর ঠেকেছে ১ ম্যাচ আর দুই দলে। সেখানে মুখোমুখি হবার অপেক্ষায় অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। এখন দেখার অপেক্ষা প্রথমবার মতো শিরোপা যায় কার ঘরে।