টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে আরও এক ম্যাচে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের
- আপডেট সময় : ০৯:২৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে আরও এক ম্যাচে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের। এবার দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে টাইগাররা। সাকিব বিহীন ম্যাচে হার ছয় উইকেটে। বাংলাদেশের দেয়া মাত্র ৮৫ রানের লক্ষ্যে খেলতে নেমে সহজেই জয় পায় দক্ষিণ আফ্রিকা।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হারা বাংলাদেশ সন্তোষজনক শুরুটা মুখ থুবরে পড়তে খুব একটা সময় লাগেনি। দলীয় ২২ রানে নাইমকে দিয়ে শুরু, পাওয়ার প্লে শেষ না হতেই সাজঘরে সৌম্য, মুশফিক। উইকেট প্রাপ্তির নেতৃত্ব ক্যাগিসো রাবাদার। অধিনায়ক মাহমুদউল্লাহ বাউন্সার সামাল দিতে ব্যর্থ হয়ে সঙ্গী হলেন সৌম্য, মৃশফিকের। আফিফও দলকে বিপদে ফেলে মাঠ ছাড়লেন শুন্য রানে। লিটন লড়েছেন টেস্ট মেজাজে, যদিও সান্ত্বনা বিপদের মুখে। তবে উদাহরণ হতে পারেননি। ব্যক্তিগত ২৪-শে এলকেডির বিদায়ে টি-২০ তে সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয় বাংলাদেশের। অভিষেক বিশ্বকাপে রংহীন শামীম পাটোয়ারী। করেছেন ২০ বলে ১১। শেষ পর্যন্ত এক মাহেদি ছাড়া আর প্রতিরোধ গড়তে পারেননি কেউই। ইনিংস সর্বোচ্চ ২৭ রান মাহেদির। ৮৪ রানে অলআউট বাংলাদেশ। জবাবে ৩৩ রানে তিন উইকেটে হারালেও জয় পেতে সমস্যা হয়নি দক্ষিণ আফ্রিকার। এ জয়ে সেমিফাইনাল খেলার রেসে ভালোভাবেই টিকে রইলো প্রোটিয়ারা।