টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালের আগে বড় ধাক্কা খেলো নিউজিল্যান্ড

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালের আগে বড় ধাক্কা খেলো নিউজিল্যান্ড। ইনজুরির কারণে ফাইনালে থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার ডেভন কনওয়ে।
শুধু এই বিশ্বকাপই নয়, হাত ভাঙার কারণে বিশ্বকাপের পর, ভারতের সাথে সিরিজটিও মিস করবেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের ম্যাচে হাতে আঘাত পান কনওয়ে। এক্স-রে করিয়ে দেখা গেছে, ডান হাতের পঞ্চম মেটাকারপাল ভাঙার কারণেই গুরুত্বপূর্ণ ফাইনালসহ ভারত সফর মিস করতে যাচ্ছেন তিনি। সাদা-মাটাভাবেই এবারের আসর কেটেছে কনওয়ের। ৬ ম্যাচে ৩২ গড়ে ১২৯ রান করেছেন কিউই ব্যাটার। দুই ম্যাচে ছিলেন অপরাজিত।