টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় কেন্দ্রে বাড়ছে নিম্ন আয়ের মানুষের ভীড়
- আপডেট সময় : ০৮:১৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
টানা লকডাউনে অর্থনীতির চাকা যখন স্থবির, তখন ট্রাকে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় কেন্দ্রে বাড়ছে নিম্ন আয়ের মানুষের ভীড়। ক্রেতাদের অভিযোগ, দীর্ঘসময় অপেক্ষা করেও দেখা মেলা না পণ্যবাহী ট্রাকের। ওদিকে, করোনা ঝুঁকি মাথায় নিয়ে সুলভে পণ্য সরবরাহের ঝুঁকিপূর্ণ কাজটি করা হলেও কেউ স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছে না বলেও অভিযোগ বিক্রেতাদের। পাশাপাশি চাহিদামাফিক পণ্য বিক্রয় নিয়েও ভিন্নমত তুলে ধরেন ক্রেতা-বিক্রেতারা।
বিষন্ন মনে টিসিবির ট্রাকের অপেক্ষায় বসে থাকা মানুষটির নাম রহিমা বেগম। ৫৫ বছর বয়সী এই গৃহিনী জানান, তার স্বামী পেশায় শিক্ষক, প্রাইভেট টিউশনই আয়ের অন্যতম উৎস। কিন্তু একটানা লকডাউনের কারণে বাধ্য হয়েই এসেছেন টিসিবির পণ্য কিনতে; কিন্তু দেখা নেই ট্রাকের।
রহিমার মতো আরো অনেকেই একরাশ বিরক্তি নিয়ে অপেক্ষা করছেন নিত্য প্রয়োজনীয় পন্যের জন্য।
অন্যদিকে পন্য সরবরাহের গাড়ী পৌছালেও বিক্রেতাদের বিষয়ে ক্রেতাদের রয়েছে নানা অভিযোগ।
আত্মপক্ষ সমর্থনে নিজেদের বক্তব্য জানান বিক্রেতারা।
দেশের অর্থনীতি যখন স্থবির, তখন এক-দু’শো টাকার সাশ্রয় অনেক বড় বিষয় বলে মনে করেন নিম্ন আয়ের মানুষ।
দুর্যোগময় এই মুহুর্তে জনপ্রতিনিধিদের অনুপস্থিতি নিয়েও ক্ষোভ জানান কেউ কেউ।
সময়মতো ট্রাক না আসাসহ ক্রেতাদের বিভিন্ন অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে ক্যামেরায় কথা বলতে রাজি নন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।