টিকে রইলো সাকিব বাহিনীর সেমিফাইনালের স্বপ্ন
- আপডেট সময় : ০৮:৫০:৫১ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
- / ১৬০৯ বার পড়া হয়েছে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে জিম্বাবুয়ের বিপক্ষে টানটান উত্তেজনার ম্যাচে ৩ রানে জয় পেয়েছে বাংলাদেশ। শেষ বলে স্ট্যাম্পের সামনে থেকে বল ধরে উইকেট কিপার। সেটি নো বল হওয়ায় শেষ বলটি আবার করতে হয় মোসাদ্দেককে। কিন্তু, এবার আর ভুল করেননি সোহান। শেষ পর্যন্ত দ্বিতীয়বার জয়োল্লাসে মাতে সাকিব বাহিনী। এই জয়ে সেমিফাইনালের আশা এখনও বাঁচিয়ে রাখলো টাইগাররা।
উত্তেজনার ম্যাচে উত্তজেনাই শেষ কথা। শেষ বলে জয়ের জন্য যখন জিম্বাবুয়ের প্রয়োজন ৫ রান। তখন নিয়ন্ত্রিত বোলিংয়ে মোসাদ্দেকের উইকেট। ফলাফল বাংলাদেশ ৪ রানে জয়ী।
কিন্তু না, ঘোল বাধলো সোহালে। নো বলে আবারও বেক ফুটে বাংলাদেশ। তবে, নিরাশ করেননি মোসাদ্দেক। জিম্বাবুয়ের খনিকের আনন্দে জল ঠেলে দিয়ে বাংলাদেশকে এনে দোন ৩ রানের জয়।
এর আগে মহাগুরুত্বপূর্ণ ম্যাচেও বাজে ব্যাটিংয়ে শুরু বাংলাদেশের। পাওয়ার প্লেতে ৩২ রান তুলেছে টাইগাররা, হারিয়েছে দুই উইকেট। শূন্য রানে ফিরেছেন সৌম্য, লিটন বন্দি ১৪ রানে।
মন্থর ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ তবে সেই চাপে পিষ্ট না হয়ে দারুণ ব্যাটিং করেছেন নাজমুল শান্ত ও সাকিব আল হাসান। দায়িত্বশীল ব্যাটিংয়ে ক্যারিয়ারে প্রথম ফিফটি তুলেছেন শান্ত।
ভালো শুরু পেয়েও ২৩ করে ফিরেছেন সাকিব। আর দ্রত রান তোলার চেস্টায় ৭১ রানে বিদায় নাজমুল শান্তর।
২৯ রানে আফিফ আলো ছড়ালেও শেষ দিকে আশানুরূপ ব্যাট করতে পারেনি অন্যরা। শেষ তিন ওভার এসেছে মাত্র ২৪ রান। হারিয়েছে তিন উইকেট। এতে ৭ উইকেটে ১৫০ রানের পূজি পায়।
বোলিংয়ে অবশ্য শুরুতে সাফল্য পায় বাংলাদেশ। দলী ১৭ রানে দুই জিম্বাবুয়ে ওপেনার ফিরিয়ে টাইগার সমর্থকদের আনন্দে ভাসান তাসকিন আহমেদ।
সেই উৎসবের রেস না কাটতেই মোস্তাফিজের ম্যাজিক। একই ওভারে মিল্টন সাম্বা ও সিকান্দার রাজাকে ফেরান কাটার মাস্টার।
৩৫ রানে ৪ উইকেট হারানো দলের হাল ধরেন শেন উইলিয়ামস ও রেগিস চাকাবা। এ দুয়ের ৩৪ রানের জুটি গলার কাটা তখন আবারও বাংলাদেশকে ম্যাচে ফেরান তাসকিন আহমেদ। ১৫ রানে চাকাবাকে ফিরিয়ে।
তবে পথ হারায়নি জিম্বাবুয়ে। বাংলাদেশি বোলারদের শাসন করে কাপন ধরিয়েছেন শেন উইলিয়ামস ও রায়ান রার্ল। ৬৩ রানের জুটিতে।
ম্যাচ যখন হারের পথে তখন স্পট লাইটে সাকিব আল হাসান। ৬৪ রানে উইলিয়ামসকে দুর্দান্ত রান আাউটে ফিরিয়ে বাংলাদেশকে ফেরান দেশ সেরা অলরাউন্ডার।
তবে ম্যাচের উত্তেজনা কমেনি তখনও। শেষ ওভারে ১৬ রানের সমীকরণেও চমক দেখায় জিম্বাবুয়ে। যদিও শেষ পর্যন্ত ভাগ্যদেবী সহায় হয়েছে বাংলাদেশ।