টানা ৬ দিনে ঢাকা ছেড়ে যাবে অন্তত ৬০ লাখ মানুষ
- আপডেট সময় : ০৬:০১:৩০ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪
- / ১৬৮৪ বার পড়া হয়েছে
ঈদ উদযাপন করতে নাড়ির টানে বাড়ি ফিরছে কর্মজীবী মানুষ। যারা বড় শহরে আয় করে খরচ করেন ছোট শহর কিংবা গ্রামে। টানা ৬ দিনে ঢাকা ছেড়ে যাবে এই কর্মজীবী শ্রেণীর অন্তত ৬০ লাখ মানুষ। সরকার ছুটি না বাড়ালেও সাপ্তাহিক ছুটির ফাঁদে একটু বাড়তি সময় ধরে ঢাকা ছাড়ার সুযোগ পাওয়ায় এবার সড়ক, নৌ ও রেলপথে এখনো বড় ধরনের বিপত্তির খবর মেলেনি। তেমন দুর্ভোগ ছাড়াই নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। এদিকে, ঈদযাত্রায় কোনো ধরনের নাশকতা বা সহিংসতার তথ্য নেই বলে জানিয়েছেন র্যাব পরিচালক খন্দকার আল মঈন।
দরজায় কড়া নাড়ছে ঈদের আগমনী বার্তা। এরই মধ্যে পরিবারের সাথে ঈদ আনন্দ উদযাপনে প্রতিদিন রাজধানী ঢাকা ছাড়ছেন গড়ে প্রায় ১০ লাখ মানুষ।
রাজধানীর গাবতলী, মহাখালী, গুলিস্তান ও সায়েদাবাদ বাস টার্মিনালে ২৪ ঘণ্টাই রয়েছে ঘরমুখো যাত্রীদের চাপ। তবে বাড়তি ভাড়া ছাড়া তেমন কোনো ভোগান্তির অভিযোগ নেই। ঈদযাত্রায় অন্যতম মাধ্যম ট্রেন। তাই কমলাপুর রেলস্টেশনে দিনরাত ঘরমুখো মানুষের ভিড়। ইট পাথরের এই রোজগারে নগরী ছেড়ে একটু প্রশান্তির নিঃশ্বাস ফেলতে শিকড়ের টানে ছুটছেন কর্মজীবী মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর মানুষ। ঈদযাত্রায় চাহিদা অনুযায়ী ট্রেনের ব্যাপক সংকট থাকলেও যারা সোনার-হরিণ টিকেট মেলাতে পেরেছেন তাদের যাত্রায় নেই কোন বিড়ম্বনা। যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর সুযোগ দেয়াকেই সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানান কমলাপুরের স্টেশন ম্যানেজার।
এদিকে ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে রেবের কার্যক্রম তুলে ধরতে কমলাপুর রেলস্টেশনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি জানান, কোনো ধরনের নাশকতা বা সহিংসতার তথ্য না থাকলেও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে র্যাব। ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তায়ও রেব কাজ করছে বলেও জানান খন্দকার আল মঈন