টানা ১শ’ ঘণ্টা কোমরে রিং ঘুরিয়ে গিনেস রেকর্ড গড়েছেন শিকাগো’র এক তরুণী
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৬:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
টানা ১শ’ ঘণ্টা কোমরে রিং ঘুরিয়ে গিনেস রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের শিকাগো’র এক তরুণী।আগের রেকর্ডকে অনেকটাই ছাড়িয়ে জেনি ডোয়ান হোলা হুপিং’এর এই রেকর্ড গড়েন।
নিছক আনন্দের জন্য কোমরে রিং ঘুরানো অর্থাৎ হোলা হুপিং বিশ্বের অনেক স্থানেই বেশ জনপ্রিয়। অভিজ্ঞরা শুধু যে সার্কাসের মঞ্চেই এই কৌশল দেখান তা নয়, শখ হোক আর খেয়াল হোক.. হোলা হুপিং’এ সিদ্ধহস্ত অনেকেই।
এই হোলা হুপিংয়ে গিনেস বিশ্ব রেকর্ডে নাম তুলতে শিকাগোর তরুণী জেনি ডোয়ান নামেন কঠিন কসরতের পরীক্ষায়। টানা ১শ’ ঘণ্টা কোমর দুলিয়ে স্বপ্নকে সত্যি করেন এই মার্কিন ললনা। ওহাইওর এরোন হিবসের ২০০৯ সালে ৭৫ ঘণ্টার রেকর্ড পেছনে ফেলতে জেনি প্রতি ঘণ্টায় অবসর পেয়েছেন মাত্র ৫ মিনিট, তাও খাওয়া আর বাথরুমের জন্য।