টানা সাতদিন ধরে দেশজুড়ে চলছে কালেক্টরেট সহকারীদের কর্মবিরতি। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা জেলা কালেক্টরেট সহকারি সমিতির সদস্যরা আজো এই কর্মসূচি পালন করছে। ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা জনগণ।
পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীত করার দাবিতে কর্মসূচি শুরু হয় সকাল ৯টায়। জেলা প্রশাসকের কার্যালয়ের বারান্দায় কালেক্টরেট সহকারীরা অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করে। জেলা কালেক্টরেট সহকারি সমিতির সাংগঠনিক সম্পাদক শেখ শাহাদাতুল করিম বাপ্পি অভিযোগ করেন, সর্বোচ্চ শিক্ষিত হয়েও কোন পদোন্নতি পাওয়া যায় না। এ পূর্ণদিবস কর্মবিরতি ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। এদিকে, টানা সাতদিন ধরে কর্মবিরতি থাকায় ভোগান্তিতে পড়েছেন সরকারি অফিসে সেবা নিতে আসা জনগণ।