টানা তিন দিনের ছুটিতে হ্রদ-পাহাড়ের রাঙামাটিতে পর্যটকের ঢল
- আপডেট সময় : ০৫:৪২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৬৫ বার পড়া হয়েছে
টানা তিন দিনের ছুটিতে হ্রদ-পাহাড়ের রাঙামাটিতে পর্যটকের ঢল নেমেছে। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পর্যটকের পদভারে মুখর হয়ে উঠেছে জেলার দর্শনীয় স্থানগুলো। আবাসিক হোটেলগুলোর ৯০ শতাংশ কক্ষই এখন পরিপূর্ণ। চাঙ্গা হয়ে উঠেছে পর্যটন সংশ্লিষ্ট অন্যান্য ব্যবসা। এদিকে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত পর্যটন মেলায় মেতে উঠেছেন পর্যটক ও স্থানীয়রা।
বর্ষার পর শরতে নতুন রূপে সেজেছে রাঙামাটির পাহাড়ী প্রকৃতি। সবুজ প্রকৃতি হয়েছে আরো সতেজ। পানিতে ভরপুর কাপ্তাই হ্রদ। এরই মাঝে টানা তিনদিনের সরকারী ছুটি। নাগরিক জীবনের কর্মব্যস্ত মানুষ তাই অবকাশ যাপনে নিজেদের সঁপে দিয়েছেন প্রকৃতির কোলে। কিছু সময়ের জন্য হারিয়ে যেতে চান হ্রদ পাহাড়ের দেশে। তবে রাঙামাটির অন্যতম আকর্ষণ- ঝুলন্ত সেতু কাপ্তাই হ্রদের অতিরিক্ত পানিতে তলিয়ে যাওয়ায় হতাশ পর্যটকরা।
এদিকে, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সাজানো হয়েছে পর্যটন স্পটগুলো। জেলা পরিষদ ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে চলছে পর্যটন মেলা। যেখানে পর্যটকদের পাশাপাশি মেতে উঠেছেন স্থানীয়রাও। পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তা দিতে সজাগ রয়েছে পুলিশ। রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে জেলায় পর্যটকের সংখ্যা অক্টোবর-মার্চ মৌসুমে আরো বাড়বে বলে আশা ব্যবসায়ীদের।