টাঙ্গাইল শাড়ি ভারতের জিআইভুক্ত হওয়ায় ক্ষোভ ও প্রতিবাদ
- আপডেট সময় : ০৩:৪২:৪২ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৯৩৯ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে ভারত তাদের নিজস্ব পণ্য দাবী করে জিআই স্বত্ব নেয়ায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন টাঙ্গাইলের তাঁত মালিক, শ্রমিক, ব্যবসায়ীসহ বিভিন্ন সামাজিক সংগঠন। দ্রুত ভারতের ভূয়া জিআই সনদ বাতিল করে টাঙ্গাইল শাড়িকে বাংলাদেশের পণ্য হিসেবে জিআইভুক্ত করার দাবী তাদের। টাঙ্গাইলের জেলা প্রশাসক এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন।
২শ’ বছরেরও অধিক ইতিহাস-ঐতিহ্যের ধারক টাঙ্গাইল শাড়ির স্বর্গরাজ্য সদর উপজেলার পোড়াবাড়ি, দেলদুয়ার উপজেলার পাথরাইল ও কালিহাতীর বল্লা। এসব এলাকায় এই শাড়ি তৈরিতে সাড়ে তিন লাখ মালিক-শ্রমিক কাজ করছেন। “নদী-চর খাল-বিল গজারির বন, টাঙ্গাইল শাড়ি তার গর্বের ধন” শত শত বছর ধরে এই শ্লোগান বহন করে আসলেও সম্প্রতি ভারত টাঙ্গাইল শাড়িকে নিজের দাবী করে জিআই স্বীকৃতি নিয়েছে। অথচ নিজস্ব ঐতিহ্যে ভারতসহ বিশ্বজুড়ে বাংলাদেশের শাড়ি হিসেবে সুনাম কুড়িয়েছে টাঙ্গাইল। ভারতের এই চাতুরি ও প্রতারণায় ক্ষোভ প্রকাশ করে এরই মধ্যে বিভিন্ন সংগঠন প্রতিবাদ জানিয়ে মানব বন্ধন কর্মসূচি পালন করেছে। ভারতে টাঙ্গাইল জেলা নামে কোন জেলা নেই বলেও জানান তারা। জেলা প্রশাসক জানান, ভারত ২০২০ সালে জিআই আবেদন করলেও বাংলাদেশে টাঙ্গাইল শাড়ির ব্র্যান্ডিং করা হয়েছে ২০১৭ সালে। এটি টাঙ্গাইলের ২শ’ বছরেরও বেশী সময়ের ইতিহাস-ঐতিহ্যের ধারণ করছে।