টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলার রায়ে জরিমানাসহ ২ জনের ১০ বছরের কারাদণ্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
- / ১৬০৯ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের ভূঞাপুরে শিশু অপহরণ ও হত্যা মামলার রায়ে ২ জনকে কারাদণ্ড, এক লাখ টাকা করে জরিমানাসহ ২ জনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।
টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন দুপুরে এই রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ভূঞাপুর উপজেলার রুহুলী গ্রামের মাজেদা বেগমের নাতি মাসুদ রানা সয়ন ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর সকালে মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে আসামীরা তাকে অপহরণ করে। পরবর্তীতে শিশুটির পরিবারের কাছে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপনের টাকা না পেয়ে শিশু মাসুদ রানা সয়নকে হত্যা করে। এ ঘটনার প্রেক্ষিতে ২০১৩ সালের ৩ অক্টোবর শিশুটির নানী মাজেদা বেগম বাদী হয়ে ভূঞাপুর থানায় অজ্ঞাত নামায় একটি মামলা দায়ের করেন।



























