টাঙ্গাইলে যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও হেলপার নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
- / ১৫৯২ বার পড়া হয়েছে
টাঙ্গাইলে যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও হেলপার নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারি স্টেশন অফিসার রেজাউল করিম জানান, মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার ভাতকুড়ায় ঢাকা থেকে আসা টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পেছনে ধাক্কা দেয়। এতে লরিতে থাকা চালক ও হেলপার ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে মৃত ব্যক্তিদের উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


























