টাকা দিয়েও মিলছে না চার্জার ফ্যান
- আপডেট সময় : ০৩:৫৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
- / ১৬০০ বার পড়া হয়েছে
চার্জার ফ্যান যেন এখন সোনার হরিণ। টাকা দিয়েও মিলছে না ফ্যান। ইলেকট্রনিক্স দোকানে এখন লম্বা লাইন। আর এই সুযোগে ২-৩ গুণ বেশি দামে বিক্রি হচ্ছে চার্জার ফ্যান। গরমের সুযোগে সংকট তৈরি করে সিন্ডিকেট ব্যবসায়ীরা প্রতিদিনই বাড়াচ্ছে ফ্যানের দাম। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এর বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন।
তীব্র তাপদহ আর লোডশেডিংয়ে মানুষের হাঁসফাঁস অবস্থা। একটু শান্তির পরশ পেতে মানুষ ছুটছে ফ্যান কিনতে। সব দোকানেই সকাল তেকে রাত উপচে পড়া ভিড়। সিলিং ফ্যান পাওয়া গেলেও মিলছে না চার্জার ফ্যান। দু’সপ্তাহ আগেও যে ফ্যান বিক্রি হয়েছে ২ হাজার ৮’শ টাকায় আর এখন সেটাই বিক্রি হচ্ছে দুই থেকে তিন গুণ বেশি দামে। ব্যবসায়ীরা যে যেভাবে পারছে,সেভাবেই হাতিয়ে নিচ্ছে টাকা।
ক্রেতাদের অভিযোগ সিন্ডিকেট করে প্রতিদিনই দাম বাড়ানো হচ্ছে। যেন হরিলুট। এটা দেখার কেউ নেই।
সারাদেশে এর বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দেয়া হয়েছে জানান ভোক্তা অধিকার সংরক্ষণের এ কর্মকর্তা
ইলেকট্রনিক্স বাজারে নজর দেয়া জরুরি বলে মনে করেন সকলেই।