ঝিনাইদহ ও মানিকগঞ্জে শেখ রাসেলের ৫৬তম জন্মবার্ষিকী পালিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৪:১২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
ঝিনাইদহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৬তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
বিকেলে যুবলীগের আয়োজনে এ জন্মবার্ষিকী পালণ করা হয়। এ সময় সদর থানা যুবলীগের আহবায়ক শাহ্ মোহাম্মদ ইব্রাহীম খলিল রাজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস।
এদিকে, শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন উপলক্ষে মানিকগঞ্জে কেক কাটা, আলোচনা সভা ও দোয়ার মাহফিল, গাছের চারা এবং দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। সন্ধায় কৃষ্ণপুরের রাজিবপুর বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করেন আওয়ামী লীগ নেতা মো. আনোয়ার হোসেন। এতে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. ইসরাফিল হোসেন ও আওয়ামী লীগ নেতা মো. জাহিদুল ইসলাম জাহিদ।