ঝিনাইদহে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে রোপা আমনের আবাদ

- আপডেট সময় : ০৮:৪৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
- / ১৫০৩ বার পড়া হয়েছে
ঝিনাইদহে এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আবাদ হয়েছে রোপা আমনের। বিগত বছরগুলোতে ভালো ফলন আর দাম বেশি পাওয়ায় আমন চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। তাইতো পতিত জমিতে অন্য আবাদ কমিয়ে ধান চাষে ঝুকছেন তারা। কৃষিবিভাগ বলছে, আবাদ বৃদ্ধির পাশাপাশি ফলন ভালো পেতে কৃষকদের দেয়া হচ্ছে নানা পরামর্শ।
ঝিনাইদহ সদরের গান্না গ্রামের দিগন্ত বিস্তৃত জোড়া মাঠে সবুজের সমারোহ। ধানের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ফলন ভালো পেতে কেউ ছিটাচ্ছেন সার, আবার কেউ করছেন কীটনাশক স্প্রে। শুধু এই উপজেলায় নয় এমন চিত্র, শৈলকুপা, কালীগঞ্জ, মহেশপুর, হরিণাকুন্ডু, কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন গ্রামের মাঠেরও। ধানে প্রথম দিকে মাজরা পোকার আক্রমন হলেও তা কাটিয়ে ভালো ফলনের আশায় পরিচর্যায় ব্যস্ত কৃষকরা।কৃষি কর্মকর্তারা বলছেন, ধানের বিভিন্ন রোগ প্রতিরোধে দেওয়া হচ্ছে নানা পরামর্শ।
কৃষি বিভাগের দেওয়া তথ্য মতে, এ বছর জেলার ৬ উপজেলায় ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৪ হাজার ১১৫ হেক্টর জমিতে। আর আবাদ হয়েছে ১ লাখ ৪ হাজার ৬১২ জমিতে।