ঝিনাইদহে যুবলীগ নেতা জাকির হোসেন মন্ডল ওরফে শান্তি হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এদিকে, কিশোরগঞ্জ সদরের কৃষক বাচ্চু মিয়া হত্যা মামলায় জসিম উদ্দিন নামে এক আসামির মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
সকালে ঝিনাইদহে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ শওকত হোসাইন এ রায় দেন। ২০১০ সালের ৭ জুলাই যুবলীগ নেতা জাকির হোসেন মন্ডল কে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের শ্বশুর সিরাজুল ইসলাম মালিথা বাদি হয়ে সদর থানায় অজ্ঞাতদের আসামী করে হত্যা ও বিস্ফোরক ধারায় দু’টি মামলা দায়ের করেন।
দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক নার্গিস ইসলাম কিশোরগঞ্জ সদরের কৃষক বাচ্চু মিয়া হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে জসিম উদ্দিন নামে এক আসামির মৃত্যুদন্ডের আদেশ দেয়া হয়। বেকসুর খালাস পান অপর চার আসামি।