ঝিনাইদহে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হস্তান্তর

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৫:১১ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
- / ১৫০০ বার পড়া হয়েছে
‘আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে মুজিববর্ষ উপলক্ষে লটারীর মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হস্তান্তর করা হয়েছে।
সকালে সদর উপজেলার হরিশংকরপুর ও সাধুহাটি ইউনিয়নে সুবিধাভোগীদের মাঝে ঘর হস্তান্তর করা হয়। লটারী অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীনসহ অন্যানারা উপস্থিত ছিলেন। লটারী শেষে ওই দুই ইউনিয়নের নির্মাণ হওয়া ৩৫টি ঘর বুঝে দেয়া হয়। ঘর ও জমি পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন উপকারভোগী পরিবারগুলো।