ঝিনাইদহে প্রাইভেটকার চাপায় ২ জন শ্রমিক নি-হ-ত
- আপডেট সময় : ০৬:৫৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
- / ১৬০৪ বার পড়া হয়েছে
ঝিনাইদহের কালীগঞ্জে প্রাইভেটকার চাপায় ২ শ্রমিক নিহত হয়েছে। গতকাল বিকেলে কালীগঞ্জ-যশোর মহাসড়কের মল্লিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয় আরও ২ জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মল্লিনগর এলাকার রাস্তার পাশে কাজ করছিল ৫ শ্রমিক। এসময় কালীগঞ্জ থেকে যশোরগামী একটি প্রাইভেটকার ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের চাঁপা দিয়ে পাশের ক্ষেতে চলে যায়। এতে ঘটনাস্থলেই এক শ্রমিক নিহত হন। আহত ৪ জনকে উদ্ধার করে কালীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে আরও এক শ্রমিকের মৃত্যু হয়।
নড়াইলে ভাইফোটার মিষ্টি কিনতে গিয়ে প্রাইভেটকারের ধাক্কায় স্বাধীন রায় নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। সকালে নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় পেছন থেকে আসা একটি প্রাইভেট কার জোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বাধীন দেবীপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল।