ঝিনাইদহে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে বদলে গেছে ভূমিহীনদের জীবনযাত্রা
- আপডেট সময় : ০৫:১৯:০৪ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
গৃহহীন ও ভূমিহীন মুক্ত হয়েছে ঝিনাইদহ সদর উপজেলা। প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে বদলে গেছে আশ্রয়হীনদের জীবন। বেড়েছে জীবনযাত্রার মান। জমি ও পাকা ঘরে থাকতে পেরে খুশি অসহায় হতদরিদ্র মানুষগুলো। সংশ্লিষ্টরা বলছেন, আবাসনের বাসিন্দাদের স্বাস্থ্য, শিক্ষা, সমবায়, পরিবার পরিকল্পনাসহ নানা বিষয়ে দেখভাল করা হচ্ছে।
মসৃণ পিচঢালা পথের দুই ধারে সারিবদ্ধ ঘর। রঙিন টিনের আধা-পাকা ঘরে বসবাস করছেন ৫১ টি পরিবার। দেখলে মনে হয় যেন লাল সবুজের পতাকা।
ঝিনাইদহ শহরের দুই কিলোমিটার পশ্চিমে গেলে সদর উপজেলার বাড়ীবাথান গ্রামের ভূমিহীন, হতদরিদ্র মানুষগুলোর বেঁচে থাকার অবলম্বন এই আবাসন।
মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর উপহার পেয়ে সুখেই বসবাস করছেন উপজেলার বিভিন্ন গ্রামে অবস্থিত আবাসন প্রকল্পের বাসিন্দারা। দুই শতাংশ জমি আর একক পাকা ঘর পেয়ে বেড়েছে তাদের জীবনযাত্রার মান। অনেকের সংসারে ফিরেছে সচ্ছলতা।
সংশ্লিষ্টরা বলছেন, পুর্নবাসন প্রক্রিয়ায় সদর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীণ ঘোষণা করা হবে শিগগিরই।
জেলা প্রশাসনের দেয়া তথ্য মতে, ৪ ধাপে সদর উপজেলায় ৭৭৫ পরিবার প্রধানমন্ত্রীর উপহার পেয়েছেন।