প্রতিষ্ঠানটিতে নতুন সংযোজন হয়েছে জেল খানার কয়েদি ও বেদে পল্লীর বাসিন্দাদের প্রশিক্ষণ। কর্মকর্তারা বলছেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠিসহ বেকার যুবসমাজকে দক্ষ হিসেবে গড়ে তোলার মাধ্যমে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখাই হচ্ছে তাদের লক্ষ্য।
২০০৬ সালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আরাপপুরে নির্মাণ করা হয় ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটিতে জেলার বেকার যুবসমাজকে দক্ষ করে গড়ে তুলতে দেওয়া হচ্ছে নানা প্রশিক্ষণ। বর্তমানে ১৩টি ট্রেডে ৭৯১ জন শিক্ষার্থীকে হাতেকলমে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে সরকারি ভাবে জাপান যাওয়ার সুযোগ পেয়েছে বেশ কয়েকজন।
গতানুগতিক প্রশিক্ষণের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্টি বেদে পল্লীর বাসিন্দাদেরও এখানে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পুরুষরা গাড়ি চালনা আর মেয়েরা নিচ্ছেন সেলাই প্রশিক্ষণ।