ঝিনাইদহের শৈলকুপায় এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬০১ বার পড়া হয়েছে
ঝিনাইদহের শৈলকুপায় এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সকালে ওই গ্রামের শাহপাড়ার একটি লিচু গাছে শিরিনা খাতুন নামের এক নারীর মরদেহ ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জের ধরে স্বামী মনজের আলী তাকে প্রায় মারধর করতো। গেল রাতেও তাকে মারধর করা হয়। স্বজনদের অভিযোগ স্বামী মনজই তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবী করেছে স্বজন ও এলাকাবাসী।
























