ঝিনাইদহের শৈলকুপায় অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা
- আপডেট সময় : ০৬:০১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
ঝিনাইদহের শৈলকুপায় অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। খেলা ঘিরে শৈলকুপার আলমডাঙ্গা গ্রাম উৎসবের লোকালয়ে পরিণত হয়। খেলা দেখতে ভীড় করেন আশপাশ এলাকার শত শত মানুষ। দীর্ঘদিন পর এ ধরনের আয়োজন দেখে খুশি দর্শকরা।
সকাল থেকেই দুর-দুরান্ত থেকে ছুটে আসে শিশুসহ সব বয়সী নারী-পুরুষ। উদ্দেশ্যে, শৈলকুপার আলমডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মহাবিদ্যালয় মাঠে আয়োজিত আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখা।
বাদ্যের তালে তালে খেলোয়াড়দের নানা কসরত। এর পরই একে অন্যের উপর আক্রমণ। সেই আক্রমণ রুখে দিয়ে পাল্টা আক্রমণের মধ্য দিয়ে চলে প্রতিযোগিতা। লাঠি যুদ্ধ মুগ্ধ করে উপস্থিত দর্শকরা। দুপুর থেকে সন্ধা পর্যন্ত চলা এ খেলা উপভোগ করেন শত-শত মানুষ। খেলাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ছিল উৎসবের আমেজ। দীর্ঘদিন পর খেলা দেখে ও খেলতে পেরে খুশি দর্শক ও খেলোয়াড়রা। তাই নিয়মিত আয়োজনের দাবী তাদের।
গ্রামীণ এই ঐতিহ্য মানুষের পারস্পারিক সৌহার্দ ও সম্প্রীতি বাড়ায়। স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, সরকারের পাশাপাশি সবারই উচিত এই ঐহিত্য ধরে রাখা।
ঐতিহ্য ধরে রাখা ও মানুষকে বিনোদন দিতেই এ আয়োজন বলে জানান আযোজক।
মনোমুগ্ধকর এই খেলায় শৈলকুপা ছাড়াও পার্শবর্তী কয়েক উপজেলার অর্ধ-শতাধিক লাঠিয়াল অংশ নেন। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।