ঝিনাইদহের শৈলকুপায় অকেজো শত শত নলকূপ
- আপডেট সময় : ০৬:১৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
দেখা নেই কাঙ্খিত বৃষ্টির। নেমে গেছে পানির স্তর। যে কারণে ঝিনাইদহের শৈলকুপায় অকেজো হয়ে পড়েছে শত শত নলকূপ। সরবরাহও করা হয়নি জিকে সেচ খালের পানি। দেখা দিয়েছে পানির তীব্র সংকট। পানি না পাওয়ায় ব্যাহত হচ্ছে পাট, ধানসহ অন্যান্য ফসল আবাদ। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, সুপেয় পানির জন্য তারা গ্রামে গভীর নলকূপ দিচ্ছেন।
গ্রামবাসী জানায়, গ্রীষ্মের শুরু থেকেই ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পানির স্তর নেমে যেতে শুরু করে। বর্তমানে উপজেলার বিভিন্ন গ্রামের হস্তচালিত টিউবওয়েল গুলোতে পানি উঠছে না। নেই পুকুর বা জলাশয়েও পানি। এতে চরম বিপাকে পড়েছেন উপজেলার বাসিন্দারা। গ্রামে দু’একটা গভীর নলকূপ থাকলে সেখান থেকে পানি নিয়ে ব্যবহার করতে হচ্ছে তাদের।
পানির স্তর নিচে নেমে যাওয়ায় সমস্যায় পড়েছেন কৃষকরা। সেচ পাম্পগুলো ৮ থেকে ১০ ফিট গর্ত করে নিচে নামিয়েও পাওয়া যাচ্ছে না পানি। যেকারণে ব্যাহত হচ্ছে ফসলের আবাদ।
জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, শুষ্ক মৌসুমে পানির এই সমস্যা সমাধানে দেওয়া হচ্ছে গভীর
স্থানীয় বাসিন্দা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, শৈলকুপা উপজেলায় প্রায় সাড়ে ৪ হাজার হস্তচালিত নলকূপ বিকল হয়ে আছে। সমস্যা সমাধানে এখন পর্যন্ত ৫ শতাধিক গভীর নলকূপা স্থাপন করা হয়েছে।