ঝালকাঠিতে মানববন্ধন করেছে জেলা বিএনপি

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩০:১৯ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ঝালকাঠিতে মানববন্ধন করেছে জেলা বিএনপি।
সকাল সাড়ে ১০টায় শহরের পূর্বচাঁদকাঠি জেলা বিএনপির কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি হয়। এসময় বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার মুক্তির দাবি জানান। কর্মসূচির খবর পেয়ে পুলিশ নেতাকর্মীদের সরিয়ে দিলে আদালত চত্বরে অবস্থান নেন তারা। এতে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন।