ঝড়ের পরিস্থিতি অনুযায়ী রোববারের এসএসসি পরীক্ষার সিদ্ধান্ত
- আপডেট সময় : ০৬:৪৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
- / ১৬৩২ বার পড়া হয়েছে
আগামী রোববার সকাল ১০টায় বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান, মানবিক বিভাগের বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের পরীক্ষা হওয়ার কথা রয়েছে৷
পরদিন গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), কৃষি শিক্ষা (তত্ত্বীয়), সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া এবং চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা হওয়ার কথা৷
উপকূলীয় এলাকার প্রতিষ্ঠানগুলো প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে কক্সবাজারের জেলা শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দিন ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার এসএ টিভিকে বলেন, ‘গত পরশু আমরা একটি বৈঠক করেছি৷ প্রতিটি প্রতিষ্ঠানকে আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে সতর্ক করা হয়েছে এবং চিঠিও দেওয়া হয়েছে৷ আমরা প্রস্তুত আছি, আমাদের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে৷’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এসএসসি পরীক্ষা স্থগিত হবে কি না সেই সিদ্ধান্ত নেবে আন্তঃশিক্ষাবোর্ড৷ কেন্দ্র থেকে এখন পর্যন্ত আমাদের কাছে পরীক্ষা স্থগিতের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি৷ পরিস্থিতি অনুযায়ী যদি এসএসসি পরীক্ষা স্থগিত করতে হয়, নির্দেশনা পেলে আমরা ব্যবস্থা নেব৷’
যোগাযোগ করা হলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এসএ টিভিকে বলেন, ‘পরীক্ষার বিষয়ে আমাদের সিদ্ধান্ত হলো, জেলা প্রশাসনকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে৷ ঝড়ের গতিপথ দেখে উপকূলীয় এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যদি পরীক্ষা নেওয়ার অনুপযোগী হয়, সে ক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে৷’
‘আমাদের সিদ্ধান্ত নেওয়া আছে৷ আমরা পরিস্থিতি অনুযায়ী জানিয়ে দেবো,’ বলেন তিনি৷ গত ৩০ এপ্রিল সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়৷