জয় না পেলেও বাংলাদেশ বেশ শক্তিশালী দল : ম্যাথু বাউচার
- আপডেট সময় : ০৯:১২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
টি-টুয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত একটি জয় না পেলেও বাংলাদেশকে বেশ শক্তিশালী দল বলে মনে করেন আবুধাবির ক্রিকেট স্টেডিয়ামের সিনিয়র ভেন্যু ম্যানেজার ম্যাথু বাউচার। বাংলাদেশের ক্রিকেটের প্রয়োজনে কাজ করতে চান তিনি। আবুধাবিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খোলামেলা অনেক কথা বলেছেন বাউচার।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম। ২২ হাজার ধারণ ক্ষমতা স্টেডিয়ামেই চলছে টি-২০ বিশ্বকাপের আসর। ব্যাট বলে মেতে রয়েছে প্রবাসী বাংলাদেশীরাও। জাতীয় পতাকা হাতে নিয়ে বাংলাদেশকে সমার্থন করলেন শেখ আবু জায়েদ স্টেডিয়ামের সিনিয়র ভেন্যু ম্যানেজার।
আবুধাবি ক্রিকেট স্টেডিয়ামের সিনিয়র ভেন্যু ম্যানেজার ম্যাথু বাউচার বলেন- বাংলাদেশের খেলা আমি সব সময় দেখি। সাকিব আইপিএল খেলে। সে এখানেও খেলছে। মুশফিক লিটনরাও বর্তমান সময়ে সেরাদের কাতারে রয়েছে।
সফলভাবে আইপিএল আয়োজন করেছে সংযুক্ত আরব আমিরাত। পিএসএল, টি টেন লীগেও খেলাো হয়েছে এখানে। বাউচার বললেন বিশ্বকাপ আর করোনা কথা মাথায় রেখে সংস্কার কাজ করা হয়েছে বিশ্বের অন্যতম সৌন্দর্য মন্ডিত এই মাঠটিতে।
বাংলাদেশ ক্রিকেটে দিন দিন উন্নতি করছে। বিসিবি চাইলে সেই উন্নতিতে সামিল হতে চায় আবুধাবি ক্রিকেট।
২০০৪ সালে গড়ে উঠা স্টেডিয়ামে টেস্ট, ওয়ানডে এবং টি-২০ তিন ফরমেটেই খেলা পরিচালিত হয় এ মাঠে।