জয়িতা ফাউন্ডেশন নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪০:০১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে জয়িতা ফাউন্ডেশন।
সকালে ঢাকার ধানমন্ডি রাপা প্লাজায় জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খানের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত হন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুননেসা ইন্দিরা। অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তার ও অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তারের উপস্থিতে বেশ ক’জন নারী উদ্যোক্তার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সময় নারী উদ্যোক্তাদের সামাজিক নিরাপত্তা বিধান ও অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব বলে মনে করেন আয়োজকরা। পাশাপাশি নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান ও অনলাইন বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে অবগত করা হয়।