জয়পুরহাটে আধুনিক ও পরিবেশবান্ধব ইট ভাটা ব্যাপক সাড়া ফেলেছে
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১
- / ১৫৯১ বার পড়া হয়েছে
জয়পুরহাটে আধুনিক ও পরিবেশবান্ধব ইট ভাটা ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষজ্ঞদের মতে, দেশে পোড়া ইটের কোনো প্রয়োজনই নেই। নদী থেকে ড্রেজিং করে তোলা বালু ও মাটি দিয়েই ইটের চাহিদা শতভাগ পূরণ সম্ভব। ব্লক বা অটো ব্রিকসের ব্যবহার বাড়লে পরিবেশ দূষণও কমে যাবে বলে মনে করেন তারা।
জযপুরহাট সদরে বাজারের পাশে আধুনিক ইট কারখানা গড়ে তুলেছেন শাহ আলম হিচমী। সিমেন্ট, স্টোন ডাস্ট, নুড়ি পাথর, ফ্রেশ বালি ও এডমিক্সারসহ সাতটি উপকরণ দিয়ে তৈরি হয় এই ইট। সাধারণ ইটের চেয়ে এর উৎপাদন খরচও কম।
মাত্র কয়েক মিনিটে সারিবদ্ধভাবে মেশিন থেকে বেড়িয়ে আসছে ইট। এতে পরিবেশের কোন ক্ষতি হয়না বলে জানান, পরিবেশবাদীরা।
এই ইট ব্যবহারে প্রচারণা দরকার বলে মনে করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এতে করে কৃষি জমির উর্বরতা রক্ষা পাবে। ফসলের ক্ষতিও কমবে বলে মনে করে সংশ্লিষ্টরা।