জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে ফেরি পারাপারে ফের ২০ শতাংশ ভাড়া বৃদ্ধি

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে ফেরি পারাপারে ফের ২০ শতাংশ ভাড়া বাড়ানো হচ্ছে। আজ থেকে কার্যকর,
সকাল থেকে দেশের সব রূটের ফেরিতে এ ভাড়া কার্যকর হয়।বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন- বিআইডব্লিউটিসি চেয়ারম্যান শামীম আল রাজী এ তথ্য জানান। এর আগে, ১৬ জুন ফেরির ভাড়া ২০ শতাংশ বাড়ানো হয়। এ নিয়ে দু’মাসের ব্যবধানে ৪০ শতাংশের বেশি ভাড়া বাড়ানো হলো। বিআইডব্লিউটিসির জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, বর্তমানে ফেরিতে যে ভাড়া নেয়া হচ্ছে তার সঙ্গে ২০ শতাংশ ভাড়া যোগ করা হবে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে ভাড়া সমন্বয়ের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।