ফিলিস্তিনি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী সাথে ফোনে আলাপ করেছেন জো বাইডেন
- আপডেট সময় : ০৮:০৭:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
- / ১৭২৮ বার পড়া হয়েছে
ইসরায়েলী সামরিক বাহিনীর সপ্তাহব্যাপী বিমান হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। হামলায় এ পর্যন্ত অন্তত ২ হাজার ২শ’ ২৫ জন ফিলিস্তিনী নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে সাধারণ মানুষ রয়েছে হাজারেরও বেশি। এছাড়া হামলায় আহত হয়েছেন ৮ হাজার ৭১৪ জন। এবার বিমান হামলার পাশাপাশি গাজায় জল ও স্থলপথে হামলার ঘোষণা দিয়েছে ইসরায়েল। এজন্য সব ধরনের প্রস্তুতিও নেয়া হয়েছে।
এদিকে, শনিবার গাজা সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলের সেনা ঘাঁটি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এসময় যুদ্ধের কৌশল ও পরিকল্পনা নিয়ে আলাপ করেন ইহুদি বাহিনীর সাথে। নেতানিয়াহুর এই পরিদর্শন গাজায় বড় ধরনের হামলার ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
ওদিকে, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোনে আলাপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
ফোনালাপে বাইডেন গাজা ভূখণ্ডের বেসামরিক ফিলিস্তিনীদের হত্যার পর সেখানে শিগগিরই মানবিক সহায়তা পাঠানোর প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দেন মাহমুদ আব্বাসকে। পরে তিনি কথা বলেন নেতানিয়াহুর সাথে। তিনি ইসরায়েলের সন্ত্রাসী কার্যকলাপে সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন দেশটির প্রধানমন্ত্রীকে।
এদিকে…অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান হামলাকে ‘যুদ্ধাপরাধ’ উল্লেখ করে তা অবিলম্বে বন্ধ করতে ইসরায়েলকে সতর্ক করেছে তেহরান।