জো বাইডেনের জয় স্বীকার করেছেন ট্রাম্প
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথমবারের মত ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের জয় স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে বাইডেন নির্বাচনে কারচুপির মাধ্যমে জিতেছেন বলে অভিযোগ করেন ট্রাম্প।এক টুইট বার্তায় তিনি এসব কথা বলেন।তবে পরে আরেক টুইটেই সুর বদলান ট্রাম্প। সেই সঙ্গে পরাজয় মেনে নেবেন না বলেও জানান তিনি। ভোট গণনার সময় রিপাবলিকান নির্বাচন পর্যবেক্ষণকারীদের উপস্থিত থাকতে দেয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। বলেন, ভোট গণনা করেছে কট্টর বামপন্থি সংস্থা ডমিনিয়ন যাদের সরঞ্জামগুলো ত্রুটিপূর্ণ ছিল। এছাড়া, বাইডেনকে অন্যায়ভাবে জিতিয়ে দিতে ‘ফেক মিডিয়া’ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও অভিযোগ করেন ট্রাম্প।