মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনসহ ৯৬৩ মার্কিনী অনির্দিষ্টকালের জন্য রাশিয়ায় সফর করতে পারবেন না। তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মস্কো।
শনিবার নিষেধাজ্ঞা আরোপ করা ব্যক্তিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে রাশিয়া। তালিকায় মার্কিন সিনেটরদের পাশাপাশি প্রতিনিধি পরিষদের সদস্য, সাবেক ও বর্তমান সরকারের কর্মকর্তা, সাংবাদিক, সামরিক ব্যক্তি, আইনজীবী এবং সিইও রয়েছেন। রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞার মধ্যে মৃত ব্যক্তিদেরও নাম এসেছে। অ্যারিজোনার দীর্ঘদিনের সাবেক সিনেটের জন ম্যাককেইন এবং প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগের উপ-পরিচালক মেলিসা ড্রিসকো আছেন। এদের দু’জনই ২০১৮ সালে মারা গেছেন।