জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৯:০০ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৬ জন। সিলেট-তামাবিল মহাসড়কের নূরপুর ট্রাকের ধাক্কায় নিহত হন অটোরিক্সায় থাকা একই পরিবারের ৫ সদস্য।
যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা সকাল সাড়ে ছয়টার দিকে মহাসড়কে উঠলে সিলেট থেকে তামাবিলগামী একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে সিএনজিচালিত অটোরিকশার কয়েকজন যাত্রী ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে নেয়ার পথে একজনের মৃত্যু হয়। জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর জানান, নিহতরা হলেন, অটোরিকশা চালক হোসেন আহমদ, সাদিয়া বেগম, তার ৭বছরের শিশু সন্তান ফাবিয়া ও ৪মাস বয়সী ছেলে শাহাদত, হাবিবুন নেছা ও হাসিনা বেগম। আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মোহাম্মদ জাকারিয়া আহমেদ।